ব্যাংকে গচ্ছিত টাকার যাকাত

জিজ্ঞাসা–৪৯৬: আমার কিছু টাকা এক ইসলামি ব্যাংকে “আমানত দ্বিগুণ বৃদ্ধি প্রকল্প” নামে এবং আরেক ইসলামি ব্যাংকে “মোদারাবা টার্ম ডিপোজিট” নামে জমা আছে। প্রথমটা সাত বছর পর টাকা আমাকে বুঝিয়ে দিবে। আর দ্বিতীয়টা মাসান্তে হিসাব করে লভ্যাংশ আমাকে দিয়ে দিচ্ছে। আমার প্রশ্ন হল উভয় ব্যাংকে জমা আমার মূলধনের যাকাত দিতে হবে কিনা? জাযাকাল্লহ মুহতারাম!–কামাল

জবাব: ‘আমানত দ্বিগুণ বৃদ্ধি প্রকল্প’-এর মেয়াদ-কাল পূর্ণ হওয়ার আগে টাকা উত্তোলন করতে না পারলেও ওই একাউন্টে গচ্ছিত টাকা আপনার মালিকানাধীন। আর ব্যাংকের ব্যক্তি মালিকানাধীন সকল প্রকার একাউন্টের গচ্ছিত টাকা সন্দেহাতীতভাবে যাকাতযোগ্য। চাই কারেন্ট একাউন্ট হোক, মোদারাবা বা সেভিংস একাউন্ট হোক বা ফিক্সড ডিপোজিট হোক বা দীর্ঘমেয়াদী ডিপোজিট হোক; সর্বপ্রকার একাউন্টের যাকাত আদায় করতে হবে যদি সে নেসাবের মালিক হয়। কাজেই যেদিন আপনার যাকাতের অর্থ বছর পূরা হবে ঐদিন উক্ত একাউন্টদ্বয়ের ব্যাংক স্ট্যাটমেন্ট দেখে গচ্ছিত টাকাগুলোর যাকাত হিসাব করে আদায় করবেন। (ফাতাওয়ায়ে উসমানী ২/৭১)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =