তাবিজ ব্যবহার করব কিনা?

জিজ্ঞাসা–৫৬১: অনেক আলিমরা আবার বলেন যে এমনকী কোরআনী তাবিজ ব্যবহার করাও ছোট শিরক এর অন্তভুক্ত। তবে আমি কি তাবিজ ব্যবহার করব না?– আশরাফ।

জবাব: সুন্নাহ হল, আমল করা; তাবিজ ব্যবহার করা নয়। তবে কোরআনের আয়াত দ্বারা হলে তাবিজ ব্যবহার করা জায়েয। বিস্তারিত জানার জন্য পড়ুন–জিজ্ঞাসা নং–১২৫ এবং জিজ্ঞাসা নং–৭৩

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =