জিজ্ঞাসা-১৬: খালেদ ইবনে অলীদ (রা.) কিভাবে ইন্তেকাল করেছিলেন?-মাওঃ রুকন উদ্দীন।
জবাব : খালিদ ইবনে ওয়ালিদ (রাঃ) ৬৩৯ খ্রিঃ মোতাবেক হিজরী ২১ মতান্তরে ২২ সালে কিছুদিন অসুস্থ হন এবং ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।খলীফা উমর (রাঃ) তাঁর জানাযায় উপস্থিত হয়েছিলেন।–উসদুল গাবা ১/৯৫
খালিদের মৃত্যুতে উমর (রাঃ) আফসোস করে বলেছিলেন, ‘‘নারীরা খালিদের মত সন্তান প্রসবে অক্ষম হয়ে গেছে।‘’ এমন কি তাঁর মৃত্যুতে খলীফা খুব কেঁদেছিলেন।–রিজালুন হাওলার রাসূল( সা.), পৃঃ ৩০৫
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- কবরের চার পার্শ্বে দেয়াল দেয়া এবং নেমপ্লেট লাগানোর হুকুম
- কবরে ফুল দেওয়া যাবে কি?
- গিয়ারবি শরিফ বা এগার শরিফ পালন
- খিযির আ. অলি না নবী? তিনি কি এখনও জীবিত?
- রাসূল ﷺ-এর পিতা-মাতা জান্নাতে যাবেন নাকি জাহান্নামে?
- ফাতেহা দোয়াজ দাহম ও ফাতেহা ইয়াজদাহম কি?
- প্রিয় নবীর পিতা-মাতা কোন ধর্মের অনুসারী ছিলেন?
- ঈসালে সাওয়াবের বৈধ পদ্ধতি
- রক্ত হারাম; তাহলে সাহাবী নবীজী ﷺ-এর রক্ত পান করলেন কেন?
- সাহাবায়ে কেরামের নামে শিশুদের নাম রাখা যাবে কিনা?
-
সমাজে প্রচলিত কবরকেন্দ্রিক ১০ টি কুসংস্কার