রাতে কাপড় ছাদে ঝুলিয়ে রাখলে সমস্যা আছে কি?

জিজ্ঞাসা–৩০৯: السلام عليكم ورحمة لله وبركاته হযরত, আমার প্রশ্ন, রাত্রে শিশুদের কিংবা প্রাপ্তবয়স্কদের কাপড় বাহিরে কিংবা ছাদের উপর ঝুলিয়ে রাখলে কোন সমস্যা আছে কিনা?–আজহারুল ইসলাম : [email protected]

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

শরিয়তের দৃষ্টিতে তো সমস্যা নেই। তবে ঘুমানোর একটি সুন্নাত হল, ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করে ঘুমানো। (বুখারী: ৫৬২৩) এর দ্বারা উদ্দেশ্য হল, নিজেদের জান-মালের হেফাজত করা। আর রাতে বাইরে কাপড়-চোপড় থাকলে চুরি হতে পারে কিংবা বাতাসেও নিয়ে যেতে পারে। আবার কোনো কিছু পড়ে কাপড় ময়লা বা নাপাকও হয়ে যেতে পারে। এজন্য ঘরে নিয়ে আসাই শ্রেয়।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =