জিজ্ঞাসা–১৬৬৬: আত্মহত্যাকারীর জানাযার নামাজ পড়া যাবে কি–তাহের হাবীব।
জবাব: সন্দেহ নেই, আত্মহত্যা শিরকের কাছাকাছি কবিরা গুনাহ। তবে কোরআন-হাদিসের শক্তিশালী দলিলের ভিত্তিতে আহলুসসুন্নাহ ওয়ালজামাতের কোন আলেম এটাকে শিরক কিংবা কুফরি বলেন নি। আল-মাউসুআ’তুল ফিকহিয়া-তে (৬/২৯১) এসেছে,
لم يقل بكفر المنتحر أحد من علماء المذاهب الأربعة
অর্থাৎ চার মাজহাবের কোন ইমাম আত্মহত্যাকারীকে কাফের বলেন নি।
আর আমরা জানি, কোনো মুসলিম ব্যক্তি যত বড় গুনাহই করুক না কেন; মারা গেলে তার জানাযা পড়তে হয়। সুতরাং কোনো মুসলমান আত্মহত্যা করলে তারও জানাযা পড়তে হবে। ইমরান রহ. থেকে বর্ণিত, তিনি বলেন,
سَأَلْتُ إبْرَاهِيمَ النّخَعِيّ عَنْ إنْسَانٍ قَتَلَ نَفْسَهُ أَيُصَلّى عَلَيْهِ؟ قَالَ : نَعَمْ، إنّمَا الصَّلاَةُ سُنّةٌ.
আমি ইবরাহীম নাখায়ী রহ.-কে প্রশ্ন করলাম, আত্মহত্যাকারীর জানাযা কি পড়া হবে?
তিনি বললেন, হাঁ, পড়া হবে, আর এটাই নিয়ম। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ১১৯৯০)
তবে যেহেতু প্রকাশ্যে কবীরা গুনাহের মাধ্যমে মারা গেছে, তাই তার জানাযায় জানাযায় শীর্ষস্থানীয় দ্বীনী ব্যক্তিত্ব না গিয়ে সাধারণ লোক দিয়ে জানাযার নামায পড়িয়ে নেওয়াই উত্তম। যাতে অন্যরা এ থেকে শিক্ষা গ্রহণ করে। (খুলাসাতুল ফাতাওয়া ১/২১৭)