জিজ্ঞাসা–৩৭৬: ক) গোসলের সময় শরীর থেকে পানি ছিটে গোসলের পাত্রে পড়লে পাত্রের পানি নাপাক হবে কিনা। খ) কোনো কাপড়ে নাপাকি লাগলে সেই কাপড়কে কি নাপাক কাপড় বলে?– মোঃ আশিকুর রহমান।
জবাব:
ক) গোসলের সময় শরীর থেকে পানি ছিটে গোসলের পাত্রে পড়লে তখন পাত্রের পানির সঙ্গে বাহ্যিক নাপাকি দেখা না গেলে এতে কোন অসুবিধা নেই। কেননা, এক বর্ণনায় এসছে,
عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي الرَّجُلِ يَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ فَيَنْضَحُ فِي إِنَائِهِ مِنْ غُسْلِهِ، فَقَالَ: لَا بَأْسَ بِهِ
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাযি. ফরয গোসলের সময় পাত্রে পানির ছিটা পড়া সম্পর্কে বলেন, এতে কোনো সমস্যা নেই। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৭৮৯)
খ) হ্যাঁ, কোনো কাপড়ে নাপাকি লাগলে সেই কাপড়কে নাপাক কাপড় বলা হয়।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী