জিজ্ঞাসা–৪১৪: ফেক নাম ইউজ করে ফেসবুকে আইডি খুললে কি গুনাহ হবে?– Sumaiya
জবাব: হ্যাঁ, গুনাহ হবে। কেননা এটা একপ্রকার মিথ্যার আশ্রয় নেয়া। আর নিঃসন্দেহে মিথ্যা কবিরা গুনাহ। এমনকি হাদীসে মিথ্যা বলার স্বভাবকে মুনাফিকের আলামত হিসেবে চিহ্নিত করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ، كَانَ مُنَافِقاً خَالِصاً، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ، كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْ نِفاقٍ حَتَّى يَدَعَهَا : إِذَا اؤْتُمِنَ خانَ، وَإِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ
চারটি স্বভাব যার মধ্যে থাকবে, সে খাঁটি মুনাফিক গণ্য হবে। আর যে ব্যক্তির মাঝে তার মধ্য হতে একটি স্বভাব থাকবে, তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকদের একটি স্বভাব থেকে যাবে। ১. তার কাছে আমানত রাখা হলে খিয়ানত করে। ২. সে কথা বললে মিথ্যা বলে। ৩. ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং ৪. ঝগড়া-বিবাদে লিপ্ত হলে অশ্লীল ভাষা বলে। (সহীহুল বুখারী ৩৪২, ৪৫৯, ৩১৭৮, মুসলিম ৫৮, তিরমিযী ২৬৩২, নাসায়ী ৫০২০, আবূ দাউদ ৪৬৮৮, আহমাদ ৬৭২৯, ৬৮২৫, ৬৮৪০)
মাওলানা উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- ফেসবুকে পরনারীর সঙ্গে কথা বলা জায়েয আছে কি?
- ফেসবুকীয় গুনাহ থেকে তাওবা করেছি তবে…
- ফেসবুকে ইসলাম প্রচার করতে গিয়ে নকল আইডি ব্যবহার করা যাবে কি?
- ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদিতে ছবি পোস্ট করা জায়েয আছে কিনা?
- ফেসবুকে বা ম্যাসেঞ্জারে সালাম দিলে উত্তর কিভাবে দিবে? imo,whatsap,viber,messenger ইত্যাদিতে পাঠানো সালামের উত্তর দিতে হয় কিনা?
- ফেসবুকে কোরআন শরীফের ছবি আপলোড করা যাবে কিনা?