জানাযার নামাযের জন্য চাউল উঠানো…

জিজ্ঞাসা–৬৯০: জানাজার নামাজে এসে চাউল এবং টাকা দেয়। এটা কি যায়েজ?– মো: মাসউদুর রহমান জামালপুরী।

জবাব: এরূপ কোনো আমল কোরআন-সুন্নাহয় পাওয়া যায়না। সুতরাং এটা বেদআত হবে। কেননা, কেননা, রাসূলুল্লাহ বলেছেন, مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ  অর্থাৎ, যে আমাদের দ্বীনের মধ্যে এমন কিছু প্রবর্তন করে যা এর অন্তর্ভূক্ত নয়, তা প্রত্যাখ্যাত। (বুখারী ২৬৯৭; মুসলিম ১৭১৮)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 12 =