মাজার ও দরবারের গান বাজনা কতটুকু শরীয়তসম্মত?
জিজ্ঞাসা–১৪৯৮: দরবারে যেসব গান বাজনা হয় এগুলো কতটুকু শরীয়তসম্মত?–Md Bulbul জবাব: নিঃসন্দেহে বাজনা বা মিউজিক হারাম। কেননা, বহু হাদিসে এ থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যেমন, সহিহ বুখারীতে আছে, রাসূলুল্লাহ ﷺ বলেন, لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَবিস্তারিত পড়ুন