মামাতো বোনকে বিয়ে করা যাবে কি?

জিজ্ঞাসা–৯৫৭: মামাতো বোনকে বিয়ে করা যাবে কি?–কায়েস। জবাব: মামাতো বোনকে বিয়ে করা যাবে। কেননা, মামাতো বোন মাহরামের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাআলা বলেন, يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَحْلَلْنَا لَكَ أَزْوَاجَكَ اللَّاتِي آتَيْتَ أُجُورَهُنَّ وَمَا مَلَكَتْ يَمِينُكَ مِمَّا أَفَاء اللَّهُ عَلَيْكَ وَبَنَاتِবিস্তারিত পড়ুন

বাবার মামাতো বোনকে বিয়ে করা যাবে কি?

জিজ্ঞাসা–৭৬০: আমি কি আমার বাবার মামাতো বোনকে বিবাহ করতে পারব?–Rifat জবাব: বাবার মামাতো বোনের সাথে বিয়ে জায়েয। কেননা বাবার মামাতো বোন মাহরামের অন্তর্ভুক্ত নয়। (সূরা নিসা ২৪; তাফসীরে মাযহারী ২/২৬৫) والله اعلم بالصواب উত্তর দিয়েছেন শায়েখ উমায়ের কোব্বাদী