আল্লাহর কাছে কি এমন কিছু চাওয়া যাবে না যা মানুষের কাছে চাওয়া যায়?

জিজ্ঞাসা–৫৫৮: একটি বইয়ে পড়েছি, আল্লাহর কাছে এমন কিছু চাওয়া যাবে না যা মানুষের কাছে চাওয়া যায়। যেমন : খাবার, টাকা-পয়সা ইত্যাদি। আমার প্রশ্ন হচ্ছে, কেনো চাওয়া যাবে না? মানুষের মুখাপেক্ষী না হয়ে তো আল্লাহর মুখাপেক্ষী হওয়াই আমাদের একমাত্র কাজ। আমি কি আমার কোনো সমস্যা উল্লেখ করে নামাজে আল্লাহর কাছে চাইতে পারব না যে অমুক কাজের জন্য টাকা লাগবে। আপনি ব্যবস্থা করে দেন? বা বিশেষ কিছু খেতে ইচ্ছে করছে আল্লাহ ব্যবস্থা করে দেন? তাহলে আমার বিপদে বা সমস্যাতে আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইব?–Ahona ahmed

জবাব:  প্রিয় বোন, এমর্মে হযরত আবু যর রাযি. থেকে বর্ণিত এক দীর্ঘ  হাদিসে কুদসিতে এসেছে, রাসুলুল্লাহ বলেছেন, আল্লাহ আআলা বলেন,

يَا عِبَادِي ! كُلُّكُمْ ضَالٌّ إِلَّا مَنْ هَدَيْتُهُ ، فَاسْتَهْدُونِي أَهْدِكُمْ ، يَا عِبَادِي ! كُلُّكُمْ جَائِعٌ إِلَّا مَنْ أَطْعَمْتُهُ ، فَاسْتَطْعِمُونِي أُطْعِمْكُمْ ، يَا عِبَادِي ! كُلُّكُمْ عَارٍ إِلَّا مَنْ كَسَوْتُهُ ، فَاسْتَكْسُونِي أَكْسُكُمْ… يَا عِبَادِي ! لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي إِلَّا كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ

‘হে আমার বান্দাগণ! তোমাদের প্রত্যেকেই গোমরাহ তবে আমি যাকে হেদায়েত দেই, অতএব আমার কাছে হেদায়েত তলব কর আমি তোমাদেরকে হেদায়েত দিব। হে আমার বান্দাগণ! তোমরা সকলে ক্ষুধার্ত তবে আমি যাকে খাদ্য দেই, অতএব আমার নিকট খাদ্য তলব কর আমি তোমাদেরকে খাদ্য দিব। হে আমার বান্দাগণ! তোমরা সকলে বিবস্ত্র তবে আমি যাকে বস্ত্র দান করি, অতএব আমার নিকট বস্ত্র তালাশ কর আমি তোমাদেরকে বস্ত্র দিব….। হে আমার বান্দাগণ! যদি তোমাদের পূর্বপুরুষ ও পরবর্তী পুরুষ এবং মানুষ ও জিন এক ময়দানে দাঁড়িয়ে আমার নিকট দোয়া করে, অতঃপর আমি প্রত্যেককে তার প্রার্থিত বস্তু প্রদান করি, তাও আমার নিকট যা রয়েছে তা হ্রাস করতে পারবে না…।  (মুসলিম ২৫৭৭)

উক্ত হাদিসের ব্যাখ্যায় ইবন রজব হাম্বলী রহ. বলেন,

في الحديث دليل على أن الله يحب أن يسأله العباد جميع مصالح دينهم ودنياهم ، من الطعام والشراب والكسوة وغير ذلك ، كما يسألونه الهداية والمغفرة

উক্ত হাদিস প্রমাণ করে যে, আল্লাহ তাআলা এটা পসন্দ করেন যে, বান্দা তাঁর কাছে খাদ্যদ্রব্য, কাপড়চোপড় ইত্যকার সকল দুনিয়াবি ও দীনি বিষয়ে দোয়া করবে। যেমনভাবে বান্দা তাঁর কাছে দোয়া করবে হেদায়েত ও মাগফেরাতের জন্য। (জামিউল উলুম ওয়াল হিকাম ১/২২৫)

আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,

سَلُوا اللَّهَ كُلَّ شَيءٍ حَتَّى الشِّسعَ ، فَإِنَّ اللَّهَ إِن لَمْ يُيَسِّرهُ لَمْ يَتَيَسَّرْ

আল্লাহর কাছে সব চাও এমন কি জুতার ফিতাও। কেননা আল্লাহ কোনো বিষয় সহজ না করলে সহজ হয় না। (বাইহাকী ২/৪২)

الله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 17 =