জিজ্ঞাসা–১৪৩৪: খৃষ্টান মিশনারী স্কুলে শিক্ষকতা করা অথবা চাকরি করা বৈধ কি না?–মাহমুদ হাসান।
জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, যে সকল প্রতিষ্ঠানে শিক্ষকতা বা চাকরি করলে নিজের ঈমান-আমলের ক্ষতি হবার সম্ভাবনা থাকে, সে সকল প্রতিষ্ঠানে শিক্ষকতা বা চাকরি করা জায়েয নয়। আর ঈমান-আমলের ক্ষতির সম্ভাবনা না থাকলে শিক্ষকতা বা চাকরি করা নিষেধ নয়। কেননা, আল্লাহ তাআলা বলেছেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। (সূরা মায়েদা ২)
শরীয়তের উক্ত মুলনীতির আলোকে খৃষ্টান মিশনারী স্কুলে শিক্ষকতা করা অথবা চাকরি করা জায়েয হবে না।
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী