ছোট কাপড় পড়ে ওযু করা যাবে কি?

জিজ্ঞাসা–৭৯৬: ছোট কাপড় পড়ে ওযু করা যাবে কি?–মিরাজ মিয়া।

জবাব: জায়েয আছে। তবে হাদীসে অনুৎসাহিত করা হয়েছে। যেমন, আব্দুল্লাহ ইবনু উমর রাযি. হতে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন,

إِيَّاكُمْ وَالتَّعَرِّيَ فَإِنَّ مَعَكُمْ مَنْ لَا يُفَارِقُكُمْ إِلَّا عِنْدَ الغَائِطِ وَحِينَ يُفْضِي الرَّجُلُ إِلَى أَهْلِهِ، فَاسْتَحْيُوهُمْ وَأَكْرِمُوهُمْ

 তোমরা নগ্নতা হতে বেঁচে থাক। কেননা তোমাদের এমন সঙ্গী আছেন (কিরামান-কাতিবীন) যারা পেশাব-পায়খানা ও স্বামী-স্ত্রীর সহবাসের সময় ছাড়া অন্য কোন সময় তোমাদের হতে আলাদা হন না। সুতরাং তাদের লজ্জা কর এবং সম্মান কর। (তিরমিযী ২৮০০)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =