জিজ্ঞাসা–৮২০: আসসালামু আলাইকুম। বিবাহের প্রথমে যদি ২বছর (আমার স্ত্রী নবম শ্রেনীর ছাত্রী, ) জন্মনিয়ন্ত্রণ করা হয়। এই ব্যাপারে ইসলামিক বিধান কি?–মুহাম্মদ তরিকুল ইসলাম .
জবাব: وعليكم السلام ورحمة الله
স্ত্রীর শারীরিক অসুবিধা হলে জন্ম নিয়ন্ত্রণের সাময়িক পদ্ধতি যেমন, আযল করা (সহবাসের চরম পুলকের মুহুর্তে স্ত্রীর যোনীর বাহিরে বীর্যপাত ঘটানো), Condom Jelly, Cream, Foam, Douche ইত্যাদি ব্যবহার করা, পিল (Pill) খাওয়া, জরায়ুর মুখ সাময়িকভাবে বন্ধ করে দেয়া, ইঞ্জেকশন নেয়া ইত্যাদির অনুমতি আছে। আর যদি অভাব-অনটনের ভয়ে এমনটি করে তাহলে তাহলে তা নাজায়েয ও হারাম হবে। (ইমদাদুল ফাতাওয়া ৪/২০৪)
হাদীস শরীফে এসেছে,
عن جابر قال كنا نعزل على عهد النبي ﷺ
জাবের রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূলুল্লাহ ﷺ এর যুগে আযল (যা জন্ম নিয়ন্ত্রণের একটা পুরনো ও অস্থায়ী পদ্ধতি) করতাম। (বুখারী ২/৭৮৪)