জিজ্ঞাসা–১৬০৮: অনেককে দেখা যায়, জামার হাতা গুটিয়ে নামাজ পড়ে। এতে নামাজের কোনো ক্ষতি হয় কি?–মাহিন আলম।
জবাব: জামার হাতা গুটিয়ে নামায পড়া মাকরূহ তাহরীমী। (ফাতাওয়া হিন্দিয়া ১/১০৬)
কেননা, এটা হাদিসের নিষিদ্ধ سدل ثوب (স্বাভাবিক নিয়ম অনুযায়ী কাপড় না রাখা) এর অন্তর্ভুক্ত। হাদিস শরিফে এসেছে, আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
أنَّ رسولَ اللَّهِ ﷺ نَهى عنِ السَّدلِ في الصَّلاةِ وأن يغطِّيَ الرَّجلُ فاهُ
রাসূলুল্লাহ ﷺ নামাজ আদায় করার সময় ‘সাদল’ করতে ও মুখমণ্ডল ঢাকতে নিষেধ করেছেন। (আবু দাউদ ৬৪৩)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী