জামার হাতা গুটিয়ে নামাজ পড়ার হুকুম

জিজ্ঞাসা–১৬০৮: অনেককে দেখা যায়, জামার হাতা গুটিয়ে নামাজ পড়ে। এতে নামাজের কোনো ক্ষতি হয় কি?–মাহিন আলম।

জবাব: জামার হাতা গুটিয়ে নামায পড়া মাকরূহ তাহরীমী। (ফাতাওয়া হিন্দিয়া ১/১০৬)

কেননা, এটা হাদিসের নিষিদ্ধ سدل ثوب (স্বাভাবিক নিয়ম অনুযায়ী কাপড় না রাখা) এর অন্তর্ভুক্ত। হাদিস শরিফে এসেছে, আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,

أنَّ رسولَ اللَّهِ نَهى عنِ السَّدلِ في الصَّلاةِ وأن يغطِّيَ الرَّجلُ فاهُ

রাসূলুল্লাহ নামাজ আদায় করার সময় ‘সাদল’ করতে ও মুখমণ্ডল ঢাকতে নিষেধ করেছেন। (আবু দাউদ ৬৪৩)

والله أعلم بالصواب