জিজ্ঞাসা– ১৩৭ : নামাজের ভিতরে যদি কিরাত পড়ার সময় মাঝখানে একটা আয়াত মিসিং হয়ে যায় তাহলে কি নামাজ বাতিল হয়ে যাবে নাকি সাহু সিজদা দিলেই নামাজ হয়ে যাবে?—Altaf Hosain
জবাব: কোনো আয়াত মিসিং হয়ে গেলে সাহু সিজদা ওয়াজিব হয় না। তবে এর কারণে তিন বার সুবহানাল্লাহ বলা যায় পরিমাণ সময় চুপ থাকলে সাহু সিজদা ওয়াজিব হয়। (তাহতাবী ২৫৮; আপ কে মাসায়েল ৪/৫৭)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরও পড়ুন
- আয়াতুল কুরসি পাঠের ফযিলত
- কোরআনের আয়াত লেখা শোপিস, ওয়ালম্যাট ও ক্যালেন্ডার ব্যবহার করা কি বৈধ?
- ফরজ নামাযের পরে আয়াতুল কুরসি এবং সুরা আল ইমরানের ১৮, ২৬ ও ২৭ নং আয়াত তেলাওয়াত করা
- আয়াত দ্বারা তাবিজ ব্যবহার করা যাবে কি?
- সূরা ফাতিহা কি কেরাত নয়?
- তাহাজ্জুদ ও বিতির নামাজে উচ্চস্বরে কেরাত পড়া যাবে কিনা?
- ইমামের পিছনে কেরাত পড়লে নামাজ হবে কিনা?
- নারীকণ্ঠে তেলাওয়াত শোনা যাবে কি?