জিজ্ঞাসা–১০০৪: আসসালামু আলাইকুম। আমি জানি যে পুরুষেরা স্বর্ণ ব্যবহার করতে পারবে না। অনেকে বলে যে ৪ আনা বা অল্প পরিমান ব্যবহার করতে পারবে। কোনটা সঠিক জানালে উপকৃত হবো। ধন্যবাদ।–মামুন হোসেন।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
স্বর্ণের আংটি বা সোনার অন্য যে কোন অলংকার ব্যবহার পুরুষের জন্য একেবারে হারাম। আবু মুসা আশ‘আরী রাযি. রাসূলুল্লাহ্ ﷺ থেকে বর্ণনা করেছেন,
أُحِلَّ الذَّهَبُ وَالْحَرِيرُ لِإِنَاثِ أُمَّتِي، وَحُرِّمَ عَلَى ذُكُورِهَا
আল্লাহ তা‘আলা আমার উম্মতের নারীদের জন্য রেশম ও স্বর্ণ হালাল করেছেন এবং পুরুষদের জন্য হারাম করেছেন। (নাসায়ি ৫২৬৫)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
Masallah