জিজ্ঞাসা–১৫৮৬: প্রভিডেন্ট ফান্ডে বাধ্যতামূলক ৫% টাক রাখতে হচ্ছে। আমি চাইলে এটার সুদ বন্ধ রাখতে পারি। এই সুদ/মুনাফা যদি আমি নেই তাহলে কি তা হারাম হবে?–ফারুক আহমেদ।
জবাব: সরকারী প্রতিষ্ঠানের বাধ্যতামূলক জিপি ফান্ডে যতটুকু জমা করা আবশ্যক শুধু ততটুকু রাখা হলে জমাকৃত অংশ এবং অতিরিক্ত অংশ পুরোটাই আপনার জন্য বৈধ। এক্ষেত্রে অতিরিক্ত অংশকে সরকারীভাবে সুদ বলা হলেও শরীয়তের দৃষ্টিতে তা সুদের অন্তর্ভুক্ত নয়।
প্রকাশ থাকে যে, প্রভিডেন্ট ফান্ডে যতটুকু বাধ্যতামূলক কেটে রাখা হয় তার চে বেশি কাটানো নাজায়েয। অতিরিক্ত কাটালে শুধু কর্তিত টাকা অর্থাৎ জমাকৃত টাকা হালাল হবে। স্বেচ্ছায় জমার উপর অতিরিক্ত যা দেওয়া হবে তা সুদ ও হারাম হবে। (মুআত্তা ইমাম মালেক ২৭৯ আহকামুল কুরআন জাসসাস ১/৪৬৭ ইমদাদুল আহকাম ১/৪৭৯ মাসিক আল কাউসার রজব ১৪৩৮ হিঃ )
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন