জিজ্ঞাসা–৩১০: আমার শুচিবায়ু আছে, তাই নামাজ পড়ার সময় আমার মনে এমন সব খেয়াল আসে যা ভাবা পাপ। কিন্তু আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রন থাকে না। এই অবস্থায় আমার নামাজ কি হবে?– মোহাম্মদ নাঈমুল ইসলাম।
জবাব: এজাতীয় বাজে চিন্তা নামাজে মোটেও কম্য নয়। কেননা, এর কারণে নামাজের মূল ফায়দা থেকে বঞ্চিত হতে হয়। তাই নামাজে মনোযোগ ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। তবে এর কারণে নামাজ নষ্ট হয় না; বরং নামাজ সহীহ হয়ে যায়। কেননা আল্লাহ তাআলা বলেন,
لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না (সূরা বাকারা: ২৮৬)
প্রিয় প্রশ্নকারী দীনি ভাই, বাকি শুচিবায়ু থেকে মুক্তির ব্যাপারে পরামর্শ জানার জন্য জিজ্ঞাসা–২৫৫ পড়তে পারেন। ইনশা-আল্লাহ, উপকৃত হবেন। আর নামাযে মনোযোগ আনার জন্য সুন্নাহসম্মত উপায়গুলো অবলম্বন করবেন। এটা কিভাবে সম্ভব, তা জানার জিজ্ঞাসা-৫৪ পড়তে পারেন।
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন: নামাজের মধ্যে ঘড়ি দেখলে কী হয়?
আরো পড়ুন: নামাজে দৃষ্টি কোথায় রাখবে?
আরো পড়ুন: তাশাহুদের সময় আঙ্গুল নাড়াচাড়া করা যাবে কি?
আরো পড়ুন: চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কি?
আরো পড়ুন: হানাফী-নামায কি নবীজীর নামায নয়?
আরো পড়ুন: গর্ভবতী-মায়ের নামাজ এবং কিছু পরামর্শ
আরো পড়ুন: নামাজে মনোযোগ ধরে রাখার উপায়
আরো পড়ুন: ঘুমের কারণে দেরিতে ফজরের নামাজ পড়লে কি গুনাহ হবে?
শুনুন: নামাজ সম্পর্কে চমৎকার বয়ান