জিজ্ঞাসা–৭২২: আসসালামু আলাইকুম,আমার পরিচিত একজন লোক রাতের বেলায় মাছ শিকার করে। সেখানে উনি মাঝে মাঝে বিভিন্ন পাখি ও শিকার করে টেটা দিয়ে l রক্তক্ষরণ বা আঘাত এর জন্য প্রায় পাখিগুলা বাড়িতে এনে জবেহ করার আগেই মারা যায়। আর উনি ধারালো ছুরি বা চাকু বা ব্লেড ও সাথে রাখতে পারেন না কারণ এতে পুলিশি ঝামেলায় পড়ার সম্ভবনা আছে। এমন অবস্থায় উনি শিকার করা পাখিগুলা বাঁশের ধারালো কঞ্চি দ্বারা জবাই করলে কি জবাই সঠিক হবে? নাকি ধাতব বস্তু যেমন ছুরি বা ব্লেড দিয়েই জবাই করতে হবে? Masum Billah
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
হালাল পশু-পাখি খাওয়া ‘হালাল’ হবার জন্য প্রধান শর্ত হল, সেটিকে আল্লাহর নামেই জবাই করা। জবাই করার হাতিয়ার হিসেবে যে কোনো ধারালো বস্তু ব্যবহার করা যাবে। ছুরি বা ব্লেড জরুরি নয়। হাদিস শরিফে এসেছে,
মুআয ইবন সা’দ রাযি. অথবা সা’দ ইবন মুআয রাযি. থেকে বর্ণিত, কাব ইবন মালিক রাযি.-এর দাসী মদিনার অদূরবর্তী সলা নামক স্থানে বকরি চরাচ্ছিল। হঠাৎ একটি বকরি মারা যাচ্ছে দেখে সে একটি ধারালো পাথর দ্বারা জবাই করে ফেলে। পরে এই সম্পর্কে রাসুলুল্লাহ ﷺ-কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, لَا بَأْسَ بِهَا فَكُلُوهَا এতে কোনো অসুবিধা নেই, তুমি তা খেতে পার। (মুয়াত্তা মালিক ১০৪২)
শায়েখ উমায়ের কোব্বাদী