জিজ্ঞাসা–৫০১: আমি একজন নওমুসলিম। আগে যখন হিন্দু ছিলাম তখন ভাল কাজ অনেক করেছি; যেমন খারাপ কাজও অনেক করেছি। ইসলাম গ্রহণের পর আমার খারাপ কাজগুলো তো অবশ্যই মিটে গেছে; কিন্তু ভাল কাজগুলোও কি মিটে গেছে? আমি কি আমার কুফরি যামানার ভাল কাজগুলোর কোন সাওয়াবই পাব না?–আবু বকর।
জবাব: প্রিয় দীনি ভাই, আলহাদুলিল্লাহ, ইসলাম এমন এক মহান নেয়ামত ও পরিপূর্ণ বরকতের নাম যে, যদি কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করে এবং এ ব্যপারে তার মাঝে সততা ও দৃঢ়তা পাওয়া যায় তাহলে কুফরি যামানায় সে যত ভাল কাজ করেছিল, ইসলামে প্রবেশ করার পর সে সবগুলোর সাওয়াব পাবে। হাদিস শরিফে এসেছে,
عن حَكِيم بن حِزَامٍ أَنَّهُ قَالَ لِرَسُولِ اللّهِ ﷺ : أَيْ رَسُولَ اللهِ، أَرَأَيْتَ أُمُوراً كُنْتُ أَتَحَنَّثُ بِهَا فِي الْجَاهِلِيَّةِ، مِنْ صَدَقَةٍ أَوْ عَتَاقَةٍ أَوْ صِلَةِ رَحِمٍ، أَفِيهَا أَجْرٌ؟ فَقَالَ رَسُولُ اللّهِ ﷺ : أَسْلَمْتَ عَلَى مَا أَسْلَفْتَ مِنْ خَيْرٍ
হাকিম ইবনু হিযাম রাযি.- থেকে থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ -কে জিজ্ঞেস করলাম, ইয়া রাসুলাল্লাহ! সদকা, দাসমুক্তি ও আত্নীয়-স্বজনদের সাথে সুসস্পর্ক রাখা ইত্যাদি যেসব নেক কাজ জাহিলি যুগে আমি করতাম, আমি কি তার কোন প্রতিদান পাব? রাসুলুল্লাহ ﷺ উত্তরে বললেন, অতীতে তুমি যেসব সৎ কাজ করেছ, তা সমেতই তুমি মুসলিম হয়েছ।(বুখারী ১৪৩৬ মুসলিম ১২৩)
আল্লাহ আপনার ও আমাদের ইসলাম কবুল করুন। আমীন।
মাওলানা উমায়ের কোব্বাদী
আরো পড়ুন- ☞ নওমুসলিম কতদিন পর্যন্ত নিজেকে ‘নওমুসলিম’ হিসেবে পরিচয় দিতে পারবে? ☞ বিধর্মীর ঘরে জন্ম নেয়া মানে কি আল্লাহ্র রহমত থেকে বঞ্চিত হওয়া? ☞ চিরকাল জান্নাতে এবং চিরকাল জাহান্নামে বলতে কী বুঝানো হয়েছে? ☞ বাবা-মা ভণ্ড পীরের মুরিদ; সন্তানের করণীয় কি? ☞ অমুসলিমের সাথে লেন-দেন করলে ইবাদতের কোনো ক্ষতি হয় কি? ☞ অমুসলিমের হাদিয়া গ্রহণ করা যাবে কিনা? ☞ অমুসলিমদের সেমিনারে অংশগ্রহণ করা যাবে কি? ☞ অমুসলিম মারা গেলে ইন্নালিল্লাহি…পড়া যাবে কিনা? ☞ অমুসলিম দেশে বসবাসকারীরা গরু-মুরগি বিসমিল্লাহ বলে খেতে পারবে কিনা? ☞ অমুসলিম অবস্থায় মারা গেলে তার জন্য দোয়া করা যায় কিনা? ☞ হিন্দু কাজের বুয়া রাখা যাবে কিনা? ☞ হিন্দুকে সালাম দেয়া যাবে কি? ☞ হিন্দু বাড়িতে খানা খাওয়া এবং নামাজ আদায় করা যাবে কিনা?