জিজ্ঞাসা–৭০৭: আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জনাব, মাসবুক ব্যক্তি যদি ইমাম সাহেবকে প্রথম বৈঠকে এসে পায়, তার তাশাহুদ শেষ হওয়ার আগেই যদি ইমাম দাঁড়িয়ে যায়,তাহলে মাসবুক ব্যক্তির জন্য কি তাশাহুদ সম্পূর্ণ পড়া ওয়াজিব, অর্থাৎ তাশাহুদ পুরাই পড়তে হবে, পুরা না পড়লে কি নামাজই হবে না? নাকি ইমামের দাঁড়ানোর আগ পর্যন্ত যতুটুকু পারে পড়বে, আর দাঁড়িয়ে গেলে সেও দাঁড়িয়ে যাবে? হাওলাসহ জানিয়ে বাধিত করবেন। আজহার মাহমুদ ।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
উপরোক্ত সূরতে যেহেতু মাসবুকের জন্য তাশাহুদ শেষ করে ইমামের সঙ্গে কিয়ামে (দাঁড়ানো অবস্থায়) শরিক হওয়ার সুযোগ আছে, তাই ফকিহগণ বলেন, মাসবুকের জন্য তাশাহুদ শেষ করা উত্তম। তারপর ইমামের ইক্তিদা করে দাঁড়াবে। আর যদি তাশাহুদ শেষ না করে দাঁড়িয়ে যায় তাহলেও অসুবিধা নেই। (ফাতাওয়া হিন্দিয়া ১/৯৯, ইমামতির অধ্যায়)
কেননা, হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إِذَا أَتَى أَحَدُكُمُ الصَّلَاةَ وَالإِمَامُ عَلَى حَالٍ فَلْيَصْنَعْ كَمَا يَصْنَعُ الإِمَامُ
তোমাদের কেউ যদি নামাযে শরীক হতে আসে এবং ইমাম যদি কোন এক অবস্থায় থাকেন তবে সে ইমাম যা করছেন তাই করবে। (তিরমিযি ৫৯১)
আর উক্ত সূরতে ইমাম ছিলেন প্রথম বৈঠকে, যে অবস্থায় তিনি তাশাহুদ পড়েছিলেন। আর মাসবূক ব্যক্তি এই অবস্থায় এসে ইমামের ইকতিদা করেছে। সুতরাং এই অবস্থায় ইমাম যেহেতু তাশাহুদ পড়েছেন, তাই মাসবূকও এই অবস্থায় তাশাহুদ পড়বে।
মাওলানা উমায়ের কোব্বাদী