জিজ্ঞাসা–১৪২০: একান্নভুক্ত পরিবারের যাকাত কিভাবে দিবে? যার যারটা ব্যক্তিগতভাবে দিবে নাকি একসাথে দিবে?– ইয়াছিন হাবিব।
জবাব: যাকাত ব্যক্তির উপর ফরয। সম্মিলিত পরিবারের উপর নয়। অর্থাৎ পরিবারের সম্পদগুলো কার মালিকানায় আছে সেটা ধর্তব্য হবে। যদি একাধিক ব্যক্তির মালিকানায় থাকে এবং প্রত্যেকের আলাদা আলাদা নেসাব পূর্ণ হয় এবং তার ওপর এক বছর অতিবাহিত হয় তাহলে ভিন্ন ভিন্ন যাকাত দিতে হবে।
তবে যদি যার ওপর যাকাত ফরজ তার অনুমতিক্রমে পরিবারের অন্য সদস্য তার যাকাত আদায় করে দেন তাহলেও আদায় হয়ে যাবে এবং আদায়কারী সওয়াবের ভাগী হবেন। (আদ্দুররুল মুখতার ২/২৯৮)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী