‘রাতে ঘর ঝাড়ু দেয়া যায় না’ কথাটা সত্য কিনা?

জিজ্ঞাসা–৫৮৩: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুস্থতার দোয়া করি। হযরত, রাতে ঘর ঝাড়ু দেয়া যায় না বলে একটি কথা শোনা যায়? এটি কি সত্যি?–বিনতে মুমিনুর রহমান।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

এটি একটি অমূলক ধারণা ও ভিত্তিহীন বিশ্বাস। বরং সাঈদ ইবন মুসায়্যাব রহ. বলেন,

إِنَّ اللَّهَ طَيِّبٌ يُحِبُّ الطَّيِّبَ نَظِيفٌ يُحِبُّ النَّظَافَةَ…فَنَظِّفُواأَفْنِيَتَكُمْ وَلاَ تَشَبَّهُوا بِالْيَهُودِ

আল্লাহ তাআলা পবিত্র, পবিত্রতা তিনি ভালবাসেন; তিনি পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা তিনি ভালবাসেন…। সুতরাং তোমাদের ঘর-বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে, ইয়াহূদীদের মত হয়ো না। (তিরমিযী ২৭৯৯)

অনেকে রাতে ঘর ঝাড়ু দেয়াকে অলক্ষুণে মনে করে। মনে করে, এর কারণে ঘরে মুসিবত আসে। অথচ রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

الطِّيَرَةُ شِرْكٌ الطِّيَرَةُ شِرْكٌ الطِّيَرَةُ شِرْكٌ وما مِنَّا إلا وَلَكِنَّ اللَّهَ يُذْهِبُهُ بِالتَّوَكُّلِ

শুভ-অশুভ নির্ণয় শিরক, শুভ-অশুভ নির্ণয় শিরক, শুভ-অশুভ নির্ণয় শিরক। আমাদের প্রত্যকেরই মনে কোনো না কোনো অসুবিধা দেখা দেয়, তবে আল্লাহ তাআলা তাওয়াক্কুলের বদৌলতে তা দূর করে দেন। (আবু দাউদ ৩৯১০)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =