জিজ্ঞাসা–১৫১৯: স্ত্রী বেপার্দা চললেই কি দাইয়ুস হয়ে যাবে? মোটামুটি পর্দা করলে মাঝেমধ্যে তরক হলে কি স্বামী দাইয়ুস থেকে বাঁচবে?–নাম প্রকাশে অনিচ্ছুক।
জবাব: স্ত্রী বেপর্দায় চলার কারণে যদি স্বামী খুশি থাকে এবং তাকে বাঁধা না দেয় তাহলে সে দাইয়ুসের অন্তর্ভুক্ত হবে; অন্যথায় নয়। কেননা, দাইয়ুসের পরিচয় সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
اَلدَّيُّوْثُ هُوَ الَّذِيْ لَا يُبَالِيْ مَنْ دَخَلَ عَلٰى أَهْلِهِ
দাইয়ুস হলো সে ব্যক্তি যে, তার পরিবারের নিকট কে প্রবেশ করল এ ব্যাপারে ভ্রুক্ষেপ করে না। (তাবরানি ১৩১৮০ আততারগিব ওয়াততারহিব ৩৪৭৬)
অপর হাদিসে রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
الدَّيُّوثُ الَّذِي يُقِرُّ فِي أَهْلِهِ الْخَبَثَ
ওই ব্যক্তিকে দাইয়ুস বলা হয় যে, তার পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়। (মুসনাদে আহমাদ ৫৩৭২)
একারণে ইবনু হাজার হাইথামি রহ. বলেন,
قال العلماء : الديوث الذي لا غيرة له على أهل بيته
‘আলেমগণ বলেছেন, দাইয়ুস বলা হয়, যে নিজের পরিবারের অশ্লীলতার ব্যাপারে দায়িত্ববোধহীন বা আত্মমর্যাদাহীন।’ (আযযাওয়াজির ২/৩৪৭)
শায়েখ উমায়ের কোব্বাদী