অমুসলিম দর্জির কাছে কাপড় সেলাই করা…

জিজ্ঞাসা–৮২২: আমি এক হিন্দু বোনের কাছে জামা সেলাই করাই যে তার সেলাই মেশিনে পূজা দিয়ে সিঁদুর লাগিয়ে রেখেছে এই মেশিনের সেলাই করা কাপড় কি পড়া হালাল হবে?–নাম প্রকাশে অনিচ্ছুক।

জবাব: ইসলামে অমুসলিমদের বন্ধুত্ব ও আন্তরিকতার সম্পর্ক স্থাপন করতে নিষেধ করা হয়েছে। তবে তাদের সাথে উদারতা ও সদ্ব্যবহারের শিক্ষা দেয়া হয়েছে এবং সহানুভূতি, সৌজন্য, আতিথেয়তা, ব্যবসা-বানিজ্য ও লেন-দেনমূলক আচরণ করতে নিষেধ করা হয় নি। সুতরাং আপনি উক্ত মহিলার কাছ থেকে জামা ইত্যাদি সেলাই করে তা পারিধান করতে পারবেন। (মাআ’রিফুল কুরআন-২/৫, জাওয়াহিরুল ফিকহ ২/ ১৭৯)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + seven =