খালেদ ইবনে অলীদ (রা.) কিভাবে ইন্তেকাল করেছিলেন?

জিজ্ঞাসা-১৬: খালেদ ইবনে অলীদ (রা.) কিভাবে ইন্তেকাল করেছিলেন?-মাওঃ রুকন উদ্দীন।

জবাব : খালিদ ইবনে ওয়ালিদ (রাঃ) ৬৩৯ খ্রিঃ মোতাবেক হিজরী ২১ মতান্তরে ২২ সালে কিছুদিন অসুস্থ হন এবং ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।খলীফা উমর (রাঃ) তাঁর জানাযায় উপস্থিত হয়েছিলেন।–উসদুল গাবা ১/৯৫
খালিদের মৃত্যুতে উমর (রাঃ) আফসোস করে বলেছিলেন, ‘‘নারীরা খালিদের মত সন্তান প্রসবে অক্ষম হয়ে গেছে।‘’ এমন কি তাঁর মৃত্যুতে খলীফা খুব কেঁদেছিলেন।–রিজালুন হাওলার রাসূল( সা.), পৃঃ ৩০৫

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 4 =