চল্লিশ দিন পর্যন্ত মৃত ব্যক্তির রূহ ঘরে আসা…

জিজ্ঞাসা–৮১৫: কোনো ব্যক্তি মারা গেলে চল্লিশ দিন পর্যন্ত তার রুহ তার পরিবারের কাছে তার বাসায় বা ঘরে এসে থাকে। এরকম একটা কথা সমাজের মাঝে প্রচলিত আছে। এটা সঠিক কিনা?–মাহদী হাসান।

জবাব: চল্লিশ দিন পর্যন্ত মৃত ব্যক্তির রূহ ঘরে আসার বিশ্বাস কোনো সহিহ হাদীস দ্বারা প্রমাণিত নয়। এটা নিছক কুসংস্কার। একজন মুসলিম হিসেবে এধরণের বিশ্বাস পরিহার করা আবশ্যক। (ফাতাওয়া রহিমিয়া ২/৩০৯)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + eighteen =