জিজ্ঞাসা–২৭৭: হযরত, জানাজার নামাজে ২ তাকবির পেলাম না এখন কিভাবে আদায় করতে হবে?–জাহিদ হাসান : azharulmmm71@gamil.com
জবাব: জানাযা নামাযে চার তাকবীর হল ফরজ। তাই তাকবীর কম হলে নামায হবে না। ফতওয়ার কিতাবে এসেছে,
وصلاة الجنائز اربع تكبيرات ولو ترك واحدة منها لم تجز صلاته
”জানাযা নামাযে চার তাকবীর হল ফরজ। তাই এক তাকবীর কম হলে নামায হবে না।” (ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৪)
সুতরাং আপনি ইমামের সালামের পর জানাযার খাটিয়া জমিনে থাকা অবস্থায় ছুটে যাওয়া অবশিষ্ট দুই তাকবীর দোয়া ছাড়াই দ্রুত আদায় করে নিবেন। (মারাকির ফালাহ ৩২৬; শরহুল মুনইয়া ৫৮৭)
মাওলানা উমায়ের কোব্বাদী
আরো পড়ুন: জানাযার নামাযে তিন কাতার করা জরুরি কিনা?
আরো পড়ুন: জানাযার নামাযের পর মুনাজাত দেয়া যাবে কি?
আরো পড়ুন: মৃতব্যক্তির কাফনের কাপড়ের উপর আহাদনামা লেখা যাবে কি?
আরো পড়ুন: সদকা মৃত-ব্যক্তির উপকারে আসে কি?
আরো পড়ুন: অমুসলিম মারা গেলে ইন্নালিল্লাহি…পড়া যাবে কিনা?
আরো পড়ুন: অমুসলিম অবস্থায় মারা গেলে তার জন্য দোয়া করা যায় কিনা?
আরো পড়ুন: কবরের উপর ঘর তৈরি করে বসবাস করা যাবে কি?