ডেলিভারির জন্য অমুসলিম মহিলা ডাক্তারের কাছে যাওয়া যাবে কি?

জিজ্ঞাসা–৫২২: একজন মুসলিম নারী কি ডেলিভারির জন্য অমুসলিম মহিলা ডাক্তারের কাছে যেতে পারে? যদিও দেশে মহিলা অনেক ডাক্তার আছেন, কিন্তু ঐ অমুসলিম ডাক্তারের কাছে অনেক সহজ বোধ করছি।– Israt

জবাব: মহিলাদের চিকিৎসার জন্য অমুসলিম মহিলা ডাক্তারের কাছে যাওয়া নিষেধ নয়। তবে মুসলিম মহিলা ডাক্তারের কাছে যাওয়া উত্তম। (সারাখসী, আল-মাবসূত ১০/১৫৬ ; কাসানী, বাদাই ৫/১২২)

‘ইসলামী ফিকাহ একাডেমি’ থেকে একটি সিদ্ধান্তে এ বিষয়ে বলা হয়েছে,  তাতে রয়েছে-

الأصل أنه إذا توافرت طبيبة متخصصة يجب أن تقوم بالكشف على المريضة ، وإذا لم يتوافر ذلك فتقوم بذلك طبيبة غير مسلمة ثقة ، فإن لم يتوافر ذلك يقوم به طبيب مسلم ، وإن لم يتوافر طبيب مسلم يمكن أن يقوم مقامه طبيب غير مسلم ، على أن يطّلع من جسم المرأة على قدر الحاجة في تشخيص المرض ومداواته وألا يزيد عن ذلك وأن يغض الطرف قدر استطاعته ، وأن تتم معالجة الطبيب للمرأة هذه بحضور محرم أو زوج أو امرأة ثقة خشية الخلوة

শরিয়তের মূল বিধান হচ্ছে- বিশেষজ্ঞ মহিলা ডাক্তার মহিলা রোগীর চেক-আপ করবেন। যদি মুসলিম মহিলা ডাক্তার না পাওয়া যায় তাহলে বিশ্বস্ত অমুসলিম মহিলা ডাক্তার মহিলা রোগীর চেক-আপ করবেন। যদি অমুসলিম মহিলা ডাক্তারও না পাওয়া যায় তাহলে মুসলিম পুরুষ ডাক্তার মহিলা রোগীর চেক-আপ করবেন। যদি মুসলিম ডাক্তারও না পাওয়া যায় তাহলে অমুসলিম পুরুষ ডাক্তার সে দায়িত্ব পালন করবেন। তবে শর্ত হল, পুরুষ ডাক্তার রোগিনীর শরীরের ততটুকু দেখবেন যতটুকু দেখা রোগ নির্ণয় ও চিকিৎসার স্বার্থে প্রয়োজন; এর বেশি দেখবে না এবং সাধ্যমত দৃষ্টি অবনত রাখবে। পুরুষ ডাক্তারকে রোগিনীর চিকিৎসা করতে হবে রোগিনীর মাহরাম কিংবা স্বামী কিংবা কোন বিশ্বস্ত নারীর উপস্থিতিতে; যাতে করে নিষিদ্ধ নির্জনবাস না ঘটে। (একাডেমীর জার্নাল থেকে সংকলিত ৮/১/৪৯)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন–
মহিলা ডাক্তার পুরুষ রোগীর চিকিৎসা করা
গর্ভবতী মায়ের আমল ও দোয়া
সুস্বাস্থ্যের জন্য ১০ আমল
অর্শ রোগ (piles) এর কোরঅানি চিকিৎসা
সন্তান লাভের আমল ও দোয়া
যাদু কাটানোর আমল
OCD (শুচিবায়ু) রোগের ইসলামী চিকিৎসা কী?
আমি ডিপ্রেশনে ভুগছি; কী করতে পারি?
এনেসথেসিয়া দেওয়া জায়েয আছে কিনা?
জন্মনিয়ন্ত্রণ ইসলামের দৃষ্টিতে কি?
মনের সাহস বাড়ানোর আমল
ওষুধ হিসেবে এলকোহল ব্যবহার করা যাবে কিনা?
মনের ভয় কিভাবে দূর করবেন?

ন্তব্য

  1. স্ত্রী কি স্বামীর গোপনাঙ্গ মুখে নিতে পারবেন।যদি বলতেন একটু উপকার হত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 9 =