পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি?

জিজ্ঞাসা–৮৪৩: পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে কি সমস্যা আছে?আমি আমার সুবিধার জন্য পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাই।– সালমান শুভ।

জবাব:

রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

فَإِذَا أَتَى أَحَدُكُمُ الْغَائِطَ، فَلَا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَلَا يَسْتَدْبِرْهَا

তোমাদের কেউ পায়খানায় গেলে কিবলামুখী হয়ে বসবে না এবং কিবলার দিকে পিঠ দিয়েও বসবে না। (মুসলিম,পবিত্রতা অধ্যায়)

এ হাদিস থেকে বোঝা যায়,  কা’বা শরীফের অসম্মান হয়; এমন কাজ শরিয়ত পসন্দ করে না। একারণে ফকিহগণ কা’বার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করেছেন।

হানাফী মাযহাবের প্রসিদ্ধ কিতাব ফাতওয়ায়ে আলমগিরীতে আছে,

وَيُكْرَهُ مَدُّ الرِّجْلَيْنِ إلَى الْكَعْبَةِ فِي النَّوْمِ وَغَيْرِهِ عَمْدًا

ইচ্ছাকৃতভাবে ঘুমন্ত অবস্থায় অথবা অন্য কোন অবস্থায় কাবা শরীফের দিকে পা দেয়া মাকরূহ। (ফাতওয়ায়ে আলমগিরী ৫/৩১৯, ফাতওয়ায়ে মাহমুদিয়া ২৯/১৭৪)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =