জিজ্ঞাসা-৩১: অনেকে ফেসবুকে ইসলাম প্রচার করতে গিয়ে নকল আইডি ব্যবহার করে। অর্থাৎ ছেলে হয়ে মেয়েদের নামে আইডি ব্যবহার করে। তাদের কথা হলো, মেয়েদের লেখা বেশি জনপ্রিয় হয়। অনেকে পড়ে। তাই তারা মেয়েদের নামে আইডি ব্যবহার করে। এভাবে নকল আইডি দিয়ে ফেসবুকে ইসলাম প্রচার করলে কোনো প্রকার গুনাহ হবে কি না? দয়া করে দলিলসহ জানালে কৃতজ্ঞ থাকবো। –শাহাদাত হুসাইন
জবাব : ইসলাম প্রচার প্রত্যেক মুসলমানের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। এবং একই সাথে অনেক সওয়াবেরও কাজ। তবে তা শরিয়তসম্মত পন্থায় হতে হবে। অবৈধ পন্থায় ইসলাম প্রচার করা যাবে না। আর মিথ্যা, শরিয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। তাই ইসলাম প্রচার করার ক্ষেত্রে কোনো মিথ্যার আশ্রয় নেয়ার সুযোগ নেই। তাই অহেতুক মিথ্যার আশ্রয় নেয়া বৈধ হবে না। রাসূল (সাঃ) বলেছেন : আমি কি তোমাদেরকে সর্ববৃহত কবীরা গুনাহ সম্পর্কে বলব না? তারা বলেন, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহর সঙ্গে শিরক করা ও মা-বাপের নাফরমানী করা। তারপর তিনি ঠেস দিয়ে বসে বলেন, ওহো! মিথ্যা কথা। তিনি বারবার তা বলতে লাগলেন আর আমরা ইচ্ছা করেছিলাম তিনি যদি চুপ হতেন। (বুখারী ও মুসলিম)
শায়েখ উমায়ের কোব্বাদী
- ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে নিজের ছবি ব্যবহার এবং হারাম উপার্জনকারীর হাদিয়া গ্রহণ প্রসঙ্গে
- ফেসবুকে মেয়েরা নিজেদের হাত-পায়ের ছবি কিংবা হিজাব পরিহিত ছবি আপলোড করতে পারবে কিনা?
- সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরুষের খালি গায়ের ছবি শেয়ার করা
- ফেসবুকে মেয়েদের সঙ্গে চ্যাটিং করা যাবে কিনা?
- ফেক নাম ইউজ করে ফেসবুকে আইডি খোলা যাবে কি?
- ফেসবুকে কোরআন শরীফের ছবি আপলোড করা যাবে কিনা?
- ফেসবুকীয় গুনাহ থেকে তাওবা করেছি তবে…
- পর্ণগ্রাফি, নেশা ইত্যাদিতে আসক্ত হওয়ার কারণসমূহ