মযী বা কামরস লেগে যাওয়ার সন্দেহ হলে কী করণীয়?

জিজ্ঞাসা–৩৮৩: পুরুষের উত্তেজন্তবশত প্রথমে যে মাজি নামক পদার্থ বের হয় তা প্যান্ট এ লেগেছে না লাগে নাই এ নিয়ে যদি সন্দেহ হয় , তাহলে কি পুরো পায়জামা বা প্যান্টটি পরিস্কার করতে হবে নাকি অন্য কোন মাসআলা আছে? যদি প্যান্ট এ একটু লেগে যায় তাহলে কি পুরো প্যান্টটি পরিস্কার করতে হবে? যদি স্পষ্ট বুঝা না যায় তাহলে কী করতে হবে?–Md Shahriair Lemon

জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, পাক-নাপাকের ব্যাপারে মূলনীতি হল, যতক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে নাপাক হওয়ার বিষয়টি জানা না যাবে, ততক্ষণ পর্যন্ত শুধু সন্দেহের বশবর্তী হয়ে কোনো জিনিসকে নাপাক বলা যায় না। (হিন্দিয়া: ১/৪৫) সুতরাং আপনি নিশ্চয়তার উপর নির্ভর করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি মযীর ব্যপারে নিশ্চিত হবেন না ততক্ষণ পর্যন্ত কেবল সন্দেহের বশে মযী প্যান্টে লেগেছে বলা যাবে না। আর যদি নশচিত হন, প্যান্টে মযী লেগেছে, তাহলে যতটুকুতে লেগেছে, ততটুকু ধুয়ে ফেলা জরুরি। পুরো প্যান্ট ধোয়া জরুরি নয়।

হাদীস শরিফে এসেছে,

عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ كُنْتُ أَلْقَى مِنَ الْمَذْىِ شِدَّةً وَكُنْتُ أُكْثِرُ مِنْهُ الاِغْتِسَالَ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَقَالَ :‏ إِنَّمَا يُجْزِيكَ مِنْ ذَلِكَ الْوُضُوءُ ‏‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَكَيْفَ بِمَا يُصِيبُ ثَوْبِي مِنْهُ قَالَ ‏: يَكْفِيكَ بِأَنْ تَأْخُذَ كَفًّا مِنْ مَاءٍ فَتَنْضَحَ بِهَا مِنْ ثَوْبِكَ حَيْثُ تُرَى أَنَّهُ أَصَابَهُ ‏

সাহল ইবনু হুসাইফ রাযি. হতে বর্ণিত, তিনি বলেছেন, আমার অত্যধিক মযী নির্গত হত তাই আমি অধিক গোসল করতাম। অতঃপর আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞাসা করি তিনি বলেন, মযী বের হওয়ার পর অযু করাই যথেষ্ট। তখন আমি বলি, ইয়া রাসূলুল্লাহ্! আমার কাপড়ে মযী লাগলে কি করব? তিনি বলেন, কাপড়ের যে যে স্থানে মযীর নিদর্শন দেখবে, এক আজলা পানি নিয়ে উক্ত স্থান ধুয়ে নিবে, যাতে তা দূরীভূত হয়। (আবু দাউদ ২১০)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন–
 সাদা সামান্য আঠালো জিনিস বের হলে কি গোসল ফরজ হবে?
মযী বা কামরসের বিধান কী?
 পেশাব ঝরার ব্যপারে সন্দেহ হলে কী করণীয়?
ব্যবহারের সময় কিছু পানি কাপড় বা শরীরে লাগলে তার হুকুম কী?
নাপাক কাপড় পাক করার উপায়
গোবর দিয়ে লেপা জমিন কি নাপাক?
নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করলে কী হবে?
কুকুরের শরীর বা লালা লাগলে তার হুকুম কী?
গোসলের সময় ছিঁটা পাত্রে পড়লে নাপাক হবে কিনা?
 ফরজ গোসল করা অসম্ভব হলে কী করবে?
 স্বপ্নদোষ হলে কী করণীয়?
 ফরজ গোসল না করে কোনো কাজ করা যাবে কী?
 ফরজ গোসলের আগে কোন্ কাজ করা যাবে এবং কোন্ কাজ করা যাবে না?
 ফরয গোসল সূর্য ওঠার পর করলে কি রোজা হবে?
 গোসল করলে কি অযু করতে হয়?
 হায়েয অবস্থায় স্ত্রী সহবাস করলে কী করণীয়?
 ফরজ গোসলের সময় কুলি করা এবং নাকে পানি দেয়ার কথা ভুলে গেলে কী করবে?
 ফরজ গোসলের সময় কি পুরুষের মূত্রনালীর ভিতরে পানি ঢোকানো জরুরি?
 ফরজ গোসলের নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + ten =