খাদ্যে মাছি পড়ে মারা গেলে…

জিজ্ঞাসা–১২৯৫: মিষ্টি দোকানে অনেক সময় মাছি পড়ে এবং সেগুলোর কোনো কোনোটি মরে পড়ে থাকতে দেখা যায়। আমার প্রশ্ন হল, মাছি উঠিয়ে ফেলে বা ছেঁকে ফেলে তা খাওয়া বা বিক্রি করা জায়েয হবে কিনা?–সাদিকুর রহমান।

জবাব: যে মিষ্টিতে মাছি পড়ে মারা গেছে তা নাপাক হয় নি বিধায় মাছি উঠিয়ে ফেলে বা ছেঁকে ফেলে উক্ত মিষ্টি খাওয়া বা বিক্রি করা জায়েয হবে। হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

إِذَا وَقَعَ الذُّبَابُ في إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ كُلَّهُ، ثُمَّ لِيَطْرَحْهُ، فإنَّ في أَحَدِ جَنَاحَيْهِ شِفَاءً، وفي الآخَرِ دَاءً

যখন তোমাদের কারও কোন খাবার পাত্রে মাছি পড়ে, তখন তাকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিবে, তারপর ফেলে দিবে । কারণ,তার এক ডানায় থাকে রোগ মুক্তি , আর অন্য ডানায় থাকে রোগ জীবানু। (সহিহ বুখারী ৫৭৮২)

والله اعلم بالصواب