জিজ্ঞাসা–৮৭৬: ইশার ফরজ চার রাক্কাতে প্রথম দুই রাক্কাতে সুরা ফাতিহার সাথে সুরা মিলাতে হবে তাহলে বাকি দুই রাক্বাতে কি শুধু সুরা ফাতিহা পরবো?–মোঃ হাসান।
জবাব: ইমামের পেছনে মুক্তাদি নামাজে কোন কেরাত পড়বে না। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ كَانَ لَهُ إِمَامٌ فَقِرَاءَتُهُ لَهُ قِرَاءَةٌ
যে ব্যক্তির ইমাম আছে তার ইমামের কেরাতই তার জন্য কেরাত বলে ধর্তব্য হবে। (সুনানে ইবন মাজাহ, হাদীস ৮৫০)
পক্ষান্তরে একাকী নামায আদায়কারী প্রথম দুই রাকাতে সুরা ফাতিহা পড়বে এবং অন্য সূরা মিলাবে। আর শেষ রাকাতগুলোতে শুধু সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা মিলাবে না। ইবনু নুজাইম রহ. বলেন,
ثُمَّ الْفَاتِحَةُ وَاجِبَةٌ فِي الْأُولَيَيْنِ مِنْ الْفَرْضِ , وَفِي جَمِيعِ رَكَعَاتِ النَّفْلِ , وَفِي الْوِتْرِ وَالْعِيدَيْنِ , وَأَمَّا فِي الْأُخْرَيَيْنِ مِنْ الْفَرْضِ فَسُنَّةٌ
অতপর ফরজ নামাজের প্রথম দুই রাকাতে, নফল নামাজের সকল রাকাতে, বিতরের নামাজে ও দুই ঈদের নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আর ফরজ নামাজের শেষ দুই রাকাতে সূরা ফাতিহা পড়া সুন্নাত। (আল বাহরুর রায়েক ১/৩১২)
শায়েখ উমায়ের কোব্বাদী
- ফরজ নামাজের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহা না পড়া
- ইমামের পিছনে নামাজ পড়লে কি সূরা ফাতিহা পড়তে হবে?
- একই রাকাতে যদি সূরা ফাতিহা দুইবার পড়া হয়…
- সূরা ফাতিহা কি কেরাত নয়?
- আত্যাহিয়্যাতুর স্থলে ভুলবশত সূরা ফাতিহা পড়লে…
- সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে…
- ফরয নামাজের তৃতীয় বা চতুর্থ রাকাতে সুরা ফাতিহার পর অন্য সূরা পড়ে ফেললে করণীয়
- সুন্নত নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে ফাতিহার পর অন্য সূরা না পড়ে রুকুতে চলে গেলে করণীয়
- ফরয নামাযে শেষের দুই রাকাতে ফাতিহার পর সূরা মিলিয়ে ফেললে কী করণীয়?
- ফরজ নামাজের শেষের দুই রাকাতে সূরা মিলানো যাবে কি?
- নামাযে প্রতি সূরার আগে বিসমিল্লাহ পড়তে হবে কি?
- দোয়ায়ে কুনুতের পরিবর্তে তিনবার সূরা ইখলাস পড়া যাবে কি?
- প্রথম বৈঠকে তাশাহহুদের পর দুরূদ এবং তৃতীয় রাকাতে ফাতিহার পর বিসমিল্লাহ পড়ে ফেললে কী করণীয়?
- ইমামের পেছনে মুক্তাদি কী বলবে আর কী বলবে না?
-
বিসমিল্লাহ্ সম্পর্কে পূর্ণাঙ্গ ১০ আলোচনা