জিজ্ঞাসা–৭৫:বেনামাজীকে সালাম ও তার বাড়িতে খাওয়া যাবে কি?–Asadullah
জবাব: সালাম শুধু অমুসলিমকে দেয়া যায় না। আর বেনামাজী অমুসলিম নয়। সুতরাং তাকে সালাম সালাম দেয়া যাবে। তার বাড়িতে খানা খাওয়াও জায়েয। আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ قِيلَ مَا هُنَّ يَا رَسُولَ اللَّهِ قَالَ : إِذَا لَقِيتَهُ فَسَلِّمْ عَلَيْهِ وَإِذَا دَعَاكَ فَأَجِبْهُ وَإِذَا اسْتَنْصَحَكَ فَانْصَحْ لَهُ وَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ فَسَمِّتْهُ وَإِذَا مَرِضَ فَعُدْهُ وَإِذَا مَاتَ فَاتَّبِعْهُ
‘এক মুসলিমের ওপর অন্য মুসলিমের ছয়টি হক রয়েছে। বলা হলো, সেগুলো কী হে আল্লাহর রাসূল? তিনি বললেন, ১. তুমি যখন তার সঙ্গে সাক্ষাৎ করবে, তাকে সালাম দেবে। ২. সে যখন তোমাকে নিমন্ত্রণ করবে তা রক্ষা করবে। ৩. সে যখন তোমার মঙ্গল কামনা করবে, তুমিও তার শুভ কামনা করবে। ৪.যখন সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, তখন তুমি ইয়ারহামুকাল্লাহ বলবে। ৫. যখন সে অসুস্থ হবে, তুমি তাকে দেখতে যাবে। ৬. এবং যখন সে মারা যাবে, তখন তার জানাযায় অংশগ্রহণ করবে।’ (মুসলিম : ৫৭৭৮)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- নারী পরপুরুষকে সালাম দিতে পারবে কি?
- বিদায়ের সময় সালাম দেয়া যাবে কি?
- বেগানা নারীকে সালাম দেয়া যাবে কি?
- ফোনে আগে হ্যালো না আগে সালাম?
- অমুসলিমকে সালাম দেয়া যাবে কিনা?
- ফেসবুকে বা ম্যাসেঞ্জারে সালাম দিলে উত্তর কিভাবে দিবে?
- খাবারের সময় সালাম দেওয়া-নেওয়া যাবে কি?
- সালাম কখন দেয়া যাবে এবং কখন দেয়া যাবে না?
- সালামের ভুল উচ্চারণ