মেয়েদের জিন্সের প্যান্ট, টি-শার্ট ও গেঞ্জি পরিধানের বিধান

জিজ্ঞাসা–১৬৮৯: অনেক বিদেশি মুসলিম দেশে আমরা দেখে থাকি মেয়েরা জিন্সের প্যান্ট এবং গেঞ্জি পরে হিজাব পারিধান করে থাকে। আমার প্রশ্ন হচ্ছে এই পোশাক ইসলামে মেয়েদের জন্য জায়েয কি না?–হাসিবা আক্তার। 

জবাব: প্রিয় প্রশ্নকারী দীনী বোন, মেয়েদের জন্য জিন্সের প্যান্ট এবং গেঞ্জি পরিধান করা জায়েয হবে না। কেননা,

১. এটা অনস্বীকার্য যে, জিন্স প্যান্ট কিংবা গেঞ্জি ও টিশার্ট অধিক আঁটশাট হওয়ার কারণে পরিধানকারীর সতরের আকৃতি পোশাকের উপরে স্পষ্টভাবে ফুটে উঠে। অথচ পরিধেয় পোশাক এমন ঢিলেঢালা হওয়া যে, যেন দেহের মূল কাঠামো প্রকাশ না পায়–হিজাবের অন্যতম শর্ত। কেননা, আঁটসাঁট পোশাক যদিও দেহ ঢেকে রাখে, কিন্তু এর দ্বারা নারী-দেহের স্পর্শকাতর অংশ বোঝা যায় এবং পুরুষের চোখে মোহ জাগায়। আর আল্লাহ বলেছেন,

وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ

তারা যেন তাদের সজ্জা প্রকাশ না করে। (সূরা আন-নূর: ৩১)

অন্যত্র বলেছেন,

وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى

আর মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। (সূরা আহযাব: ৩৩)

২. জিন্স প্যান্ট পরিধান করা যদিও ছেলেদের জন্যও জায়েয নেই, তবুও জিন্স প্যান্ট কিংবা গেঞ্জি ও টিশার্ট এগুলো সাধারণত ছেলেরা পরে থাকে। অথচ বেশ কিছু সহিহ হাদিসে পোশাক-আশাকে কিংবা অন্যান্য ক্ষেত্রে পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীকে লানত করা হয়েছে। যেমন, একটি হাদিস এরকম–

لعن رسول الله الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل

আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ মহিলার পোশাক পরিধানকারী পুরুষকে এবং পুরুষের পোশাক পরিধানকারী নারীকে লানত করেছেন। (আবু দাউদ ৪০৯৮)

والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন