জিজ্ঞাসা–১০৬৫: স্বামী ও স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবে কি?–Hossen
জবাব: পারবে। হাদিস শরিফে এসেছে, كان رسول الله ﷺ يُلاعبُ أهله ، ويُقَبلُها রাসূলুল্লাহ ﷺ তাঁর স্ত্রীর সঙ্গে আলিঙ্গন, চুম্বন ইত্যাদি করতেন। (যাদুল মা’আদ ৪/২৫৩)
আয়েশা রাযি. বলেন, ﻛَﺎﻥَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﷺ ﻳُﻘَﺒِّﻞُ ﻭَﻳُﺒَﺎﺷِﺮُ রাসূলুল্লাহ ﷺ রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন, স্ত্রীর সাথে মুবাশারা (আলিঙ্গন) করতেন। (বুখারী-১৯২৭)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- রোজা অবস্থায় স্বামী-স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে শোয়া জায়েয আছে কি?
- স্ত্রীর অভিযোগ; স্বামী যোগাযোগ করে না, ডিভোর্সও দেয় না…
- স্ত্রীর মাসিক অবস্থায় স্বামী কোনো উপায়ে চাহিদা পূরণ করতে পারবে কি?
- স্বামী স্ত্রীর বিশেষ চাহিদা পূরণে অক্ষম; স্ত্রীর করণীয় কী?
- মাসিক চলাকালীন স্বামী সহবাসের জন্য জোর খাটালে স্ত্রীর করণীয় কী?
- স্বামী স্ত্রী একে অপরের কামরস বা বীর্য মুখে নেয়া
- স্বামী-স্ত্রী যদি নিজের অতীত ব্যভিচার সম্পর্কে পরস্পরকে অবহিত না করে…
- স্ত্রীর দুধ পান এবং লজ্জাস্থান লেহন করার বিধান
- স্বামী জোর করে পায়ুপথে সহবাস করলে স্ত্রীর কী করা উচিত?
- দুই স্ত্রীর সাথে একসঙ্গে ঘুমানো এবং সহবাস করা
- স্বামী স্ত্রী পরস্পর মৈথুন জায়েয কিনা?
- স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলে তৃপ্ত হওয়া হওয়া যাবে কি?
- স্ত্রী সহবাসের সময় অন্য নারীর প্রতিচ্ছবি কল্পনা করা
- গর্ভবতী স্ত্রীর সাথে সহবাসের হুকুম কি?
- স্ত্রী-সহবাসের ভিডিও করা জায়েয আছে কি?
- স্বামী তাঁর স্ত্রীর সতীত্ব নিয়ে সন্দিহান…
- স্ত্রীর মাসিক চলাকলীন কনডম ব্যবহার করে সহবাস করা যাবে কি?
- স্ত্রী যদি স্বামীর চাহিদা পূরণে ব্যর্থ হয়…
- স্ত্রীর অভিযোগ; স্বামী তাকে মারধর করে…
- স্বামী-স্ত্রী পরস্পরের লজ্জাস্থানে মুখ লাগানোর হুকুম