জিজ্ঞাসা–৯৩৩: তাবলিগ-জামাতকে আমি পসন্দ করি। কিন্তু এই জামাতের কিছু লোক বাড়াবাড়ি করে। তাদের বক্তৃতায় শিরকী-বিদাতী ও বানোয়াট কথাবার্তাও বলে বসেন। যেহেতু এ দলের অধিকাংশই পড়া-লেখা জানে না, তাই এদের সাথে যাওয়া যাবে কি?–আবুল হোসেন সরদার।
জবাব: সামগ্রিকভাবে তাবলিগ-জামায়াতের মাধ্যমে দীনের অনেক ফায়দা হচ্ছে। এ দলের সাথে অংশগ্রহণ করা খুবই উত্তম। তবে যেহেতু অনেক সময় জামায়াতের আমীররা আলেম হন না, তাই তাদে্র মুখ থেকে যেন-তেন কথা বের হয়ে পড়ে। এরূপ পরিস্থিতিতে তাদেরকে ভালোবাসা দিয়ে নরম কথার মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। যদি এতে কাজ না হয় তাহলে জামায়াতের বড়দের কাছে বিষয়টি পেশ করতে হবে এবং বড়দের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দিতে হবে। তবু তাবলিগ-জামায়াতকে উপেক্ষা করা যাবে না। (ফাতাওয়া উসমানি ১/২৪৬)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো দেখুন