জিজ্ঞাসা–৮২২: আমি এক হিন্দু বোনের কাছে জামা সেলাই করাই যে তার সেলাই মেশিনে পূজা দিয়ে সিঁদুর লাগিয়ে রেখেছে এই মেশিনের সেলাই করা কাপড় কি পড়া হালাল হবে?–নাম প্রকাশে অনিচ্ছুক।
জবাব: ইসলামে অমুসলিমদের বন্ধুত্ব ও আন্তরিকতার সম্পর্ক স্থাপন করতে নিষেধ করা হয়েছে। তবে তাদের সাথে উদারতা ও সদ্ব্যবহারের শিক্ষা দেয়া হয়েছে এবং সহানুভূতি, সৌজন্য, আতিথেয়তা, ব্যবসা-বানিজ্য ও লেন-দেনমূলক আচরণ করতে নিষেধ করা হয় নি। সুতরাং আপনি উক্ত মহিলার কাছ থেকে জামা ইত্যাদি সেলাই করে তা পারিধান করতে পারবেন। (মাআ’রিফুল কুরআন-২/৫, জাওয়াহিরুল ফিকহ ২/ ১৭৯)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন
- প্রেমিকার দেয়া কাপড় পরিধান করে কি নামাজ হবে?
- বিধর্মীর রান্না করা খাবার খেয়ে এবং ধোপা দ্বারা ধোয়া কাপড় পরে ইবাদত করলে কবুল হবে কি?
- আযানের সময় মহিলাদের মাথায় কাপড় দেওয়া
- রাতে কাপড় ছাদে ঝুলিয়ে রাখলে সমস্যা আছে কি?
- মৃতব্যক্তির কাফনের কাপড়ের উপর আহাদনামা লেখা যাবে কি?
- মাস্ক পরে নামাজ পড়লে নামাজ হবে কি?
- গর্হিত-পোশাক তৈরির ফ্যাক্টরীতে চাকুরী করা
- মোজা পরলে কি টাখনুর নীচে পোশাক পরা যাবে?
- যৌতুকের (হারাম) পোশাকে ইবাদত কবুল হবে কি?
- চাকুরির জন্য টাখনুর নীচে পোশাক পরিধানের শর্ত দিলে করণীয় কী?
- মেয়েরা নাইটি পরিধান করে নামাজ পড়তে পারবে কি?
- জিন্স প্যান্ট পরা কি হারাম?