অন্য ধর্মের লোকের উপর ঝাড়-ফুঁক করা যাবে কি?

জিজ্ঞাসা–৬৮৯: আসসালামুআলাইকুম। হুজুর, অন্য ধর্মের কেউ যদি অসুস্থ থাকে। আর আমি যদি দোয়া করে ফু দেই তাহলে কি কোন সমস্যা হবে?–Md. Hameem farooq

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

অন্য ধর্মের লোককেও ঝাড়-ফুঁক করা যাবে। আউনুল মাবুদ (১০/২৬৪)-এ এসেছে,

وهي جائزة بالقرآن والأسماء الإلهية وما في معناها بالاتفاق وبما عداها حرام لا سيما بما لا يفهم معناه

কোরআন মজিদের আয়াত, আল্লাহ’র নাম ও অনুরূপ কিছু দ্বারা হলে ঝাড়ফুঁক করা সর্বসম্মতিক্রমে জায়েয। এছাড়া অন্য কিছু দ্বারা হলে; বিশেষত অর্থ বুঝে না আসলে তা হারাম।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + twenty =