ফরজ নামাজের শেষ দুই রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে কি?

জিজ্ঞাসা–৮৭৬: শার ফরজ চার রাক্কাতে প্রথম দুই রাক্কাতে সুরা ফাতিহার সাথে সুরা মিলাতে হবে তাহলে বাকি দুই রাক্বাতে কি শুধু সুরা ফাতিহা পরবো?–মোঃ হাসান।

জবাব: ইমামের পেছনে মুক্তাদি নামাজে কোন কেরাত পড়বে না। কেননা, রাসূলুল্লাহ বলেছেন,

مَنْ كَانَ لَهُ إِمَامٌ فَقِرَاءَتُهُ لَهُ قِرَاءَةٌ

যে ব্যক্তির ইমাম আছে তার ইমামের কেরাতই তার জন্য কেরাত বলে ধর্তব্য হবে। (সুনানে ইবন মাজাহ, হাদীস ৮৫০)

পক্ষান্তরে একাকী নামায আদায়কারী প্রথম দুই রাকাতে সুরা ফাতিহা পড়বে এবং অন্য সূরা মিলাবে। আর শেষ রাকাতগুলোতে শুধু সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা মিলাবে না। ইবনু নুজাইম রহ. বলেন,

 ثُمَّ الْفَاتِحَةُ وَاجِبَةٌ فِي الْأُولَيَيْنِ مِنْ الْفَرْضِ , وَفِي جَمِيعِ رَكَعَاتِ النَّفْلِ , وَفِي الْوِتْرِ وَالْعِيدَيْنِ , وَأَمَّا فِي الْأُخْرَيَيْنِ مِنْ الْفَرْضِ فَسُنَّةٌ

অতপর ফরজ নামাজের প্রথম দুই রাকাতে, নফল নামাজের সকল রাকাতে, বিতরের নামাজে ও দুই ঈদের নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আর ফরজ নামাজের শেষ দুই রাকাতে সূরা ফাতিহা পড়া সুন্নাত। (আল বাহরুর রায়েক ১/৩১২)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + seventeen =