স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবে কি?

জিজ্ঞাসা–১০৬৫: স্বামী ও স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবে কি?–Hossen

জবাব: পারবে। হাদিস শরিফে এসেছে, كان رسول الله ﷺ يُلاعبُ أهله ، ويُقَبلُها রাসূলুল্লাহ ﷺ তাঁর স্ত্রীর সঙ্গে আলিঙ্গন, চুম্বন ইত্যাদি করতেন। (যাদুল মা’আদ ৪/২৫৩)

আয়েশা রাযি. বলেন, ﻛَﺎﻥَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﷺ ﻳُﻘَﺒِّﻞُ ﻭَﻳُﺒَﺎﺷِﺮُ রাসূলুল্লাহ ﷺ রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন, স্ত্রীর সাথে মুবাশারা (আলিঙ্গন) করতেন। (বুখারী-১৯২৭)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 1 =