অজু ছাড়া মোবাইলে তাফসির, দোয়া ও হাদিসের কিতাব পড়া

জিজ্ঞাসা–১৭৪৮: আমার মোবাইলে কুরআন কারীমের বিভিন্ন তাফসীরের এপস রয়েছে। আমি কি ওযু ছাড়া মোবাইলে বিভিন্ন সূরার তাফসির পড়তে পারবো?

এছাড়া ওযু-বিহীন অবস্থায় বিভিন্ন দোয়া এবং হাদিস গ্রন্থগুলো মোবাইলে অধ্যয়ন করতে পারবো?–জাবির হুসাইন।

জবাব: কোরআনের তাফসীর অজু ছাড়া পড়া যাবে তবে অজু ছাড়া পড়া ভালো নয়। তাই অজু সহকারে কুরআনের তাফসীর পড়াই ভালো। (ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ১৪/২৪৮)
অনুরূপভাবে অজু ছাড়া দোয়া ও হাদিস পড়া যায়, তবে অজু থাকলে ভালো হয়। (আদাবুল উলামা ওয়াল মুতাআল্লিমীন ১/৬)

والله اعلم بالصواب