জিজ্ঞাসা-০২: কোনো ব্যাক্তিকে সালাম দিলে যদি উত্তর না দেয় তাহলে কি গোনাহ হবে?
জবাব : আমাদের অনেকেরই সালামের উত্তরের ব্যাপারে গাফলতি করে থাকি। অনেক সময় সালামের জবাব দেই না কিংবা পূর্ণ জবাব দিতে কার্পণ্য করে থাকি। দায়সারাভাবে উত্তর দিই। অথচ সালাম দেয়া সুন্নাত,জবাব দেয়া ওয়াজিব। কোনো ব্যাক্তি যদি বিনাওজরে সালামের জবাব না দেয় তাহলে সে ওয়াজিব তরকের অপরাধে গুনাহগার হয়। (রদ্দুল মুহতার- ৬/৪১৩, হিন্দিয়া- ৫/৩৩৫,কেফায়াতুল ফাতওয়া- ৭২, খুলাসাতুল ফাতাওয়া- ৪/৩৩৩)
কারণ, সালাম ইসলামের শেআর ও প্রতীক পর্যায়ের একটি আমল। আল্লাহ তাআলা কুরআনেই শিখিয়েছেন; কেউ সালাম দিলে তার চেয়ে উত্তম শব্দে উত্তর দেয়া উচিত। আল্লাহ তাআলা বলেছেন,
(তরজমা) ‘যখন কেউ তোমাদের সালাম করে, তখন তোমরা তাকে তদপেক্ষাও উত্তম পন্থায় সালাম (জবাব) দিও কিংবা (অন্ততপক্ষে) সেই শব্দেই তার জবাব দিও। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর হিসাব রাখেন।’
হাদীসে আছে, পারষ্পরিক সালাম বিনিময়ে পারষ্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়।–মিশকাত হা/৪৬৩১
সুতরাং সালামের জবাব দেয়ার ব্যাপারে কার্পণ্য করা মানে নিজেকে অযথা গুনাহগার করা। যা মোটেও কাম্য নয়।
শায়েখ উমায়ের কোব্বাদী
- নারী পরপুরুষকে সালাম দিতে পারবে কি?
- বিদায়ের সময় সালাম দেয়া যাবে কি?
- বেগানা নারীকে সালাম দেয়া যাবে কি?
- ফোনে আগে হ্যালো না আগে সালাম?
- অমুসলিমকে সালাম দেয়া যাবে কিনা?
- ফেসবুকে বা ম্যাসেঞ্জারে সালাম দিলে উত্তর কিভাবে দিবে?
- খাবারের সময় সালাম দেওয়া-নেওয়া যাবে কি?
- সালাম কখন দেয়া যাবে এবং কখন দেয়া যাবে না?
- বেনামাজীকে সালাম দেয়া ও তার বাড়িতে খাওয়া যাবে কি?
- সালামের ভুল উচ্চারণ
Assalamu alaikum 215 number question e apni answer diye chilen khabar shomoy salam deoa jabe but eikhane bolchen jabena. Amra konta amol korbo?? Janale upokrito hobo.
وعليكم السلام ورحمة الله وبركاته
প্রিয় ভাই, কই? এখানে তো এরকম কিছু বলা হয়নি!