কী কারণে সাহু সিজদা দিতে হয় এবং কিভাবে দিতে হয়?

জিজ্ঞাসা–৪৭৬: আসসালামুআলাইকুম। সাহু সিজদা কখন দিতে হবে এবং সাহু সিজদা কিভাবে দিতে হবে? অনুগ্রহ করে এ সম্পর্কে জানালে খুশী হব।–নোমান

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

যে সকল কারণে সাহু সিজদা দিতে হয় তাহল,

  • নামাজের মধ্যে কোন ফরজ বা ওয়াজিব আদায়ে বিলম্ব হলে।
  • কোন ফরজ দুইবার আদায় হলে।
  • নামাজের মধ্যে কোন ফরজ আগ-পর করে ফেললে।
  • কোন একটি বা কয়েকটি ওয়াজিব বাদ পড়লে।
  • কোন ওয়াজিব পরিবর্তন করলে। (নাজমুল ফাতাওয়া ২/৪৫৪)

সাহু সিজদা করার উত্তম পদ্ধতি হল, শেষ রাকআতে তাশাহহুদ (আত্তাহিয়্যাতু…) পড়ে ডান দিকে সালাম ফিরাবে, তারপর নিয়ম মত দুটো সিজদা করে আবার তাশাহহুদ, দরূদ ও দুআয়ে মাছুরা পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে নামায শেষ করবে। হাদিস শরিফে এসেছে,

عن علقمة: أن عبد الله سجد سجدتي السهو بعد السلام، وذكر أن النبي ﷺ فعله

আলকামা থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. সাহু সিজদা সালামের পরে করেছেন এবং উল্লেখ করেছেন, নবী ﷺ এরূপ করেছেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৪৪৭৫)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন–
ইমামের সাথে সাহু সিজদা দিতে হবে কি?
নামাজের কিরাতে আয়াত ছুটে গেলে সাহু সিজদা লাগবে কি?
মুক্তাদির ভুলের কারণে সাহু সিজদা ওয়াজিব হয় কি?
মাসবুকব্যক্তি ইমামের সাথে সাহু সিজদা করবে কিনা?
মাসবূক-ব্যক্তি ইমামের সঙ্গে শেষ বৈঠকে তাশাহহুদের পর দুরুদ পড়া
সুন্নত নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে ফাতিহার পর অন্য সূরা না পড়ে রুকুতে চলে গেলে করণীয়
চার রাকাত-বিশিষ্ট নামাযে প্রথম বৈঠক করতে ভুলে গেলে করণীয়
মুসাফির কসর না করে ভুলে চার রাকাতই পড়ে ফেললে কী করণীয়?
ফরয নামাযে শেষের দুই রাকাতে ফাতিহার পর সূরা মিলিয়ে ফেললে কী করণীয়?
প্রথম বৈঠকে তাশাহহুদের পর দুরূদ এবং তৃতীয় রাকাতে ফাতিহার পর বিসমিল্লাহ পড়ে ফেললে কী করণীয়?
ফরয নামাজের প্রথম দুই রাকাতে একই সূরা পড়া
ইমাম উচ্চস্বরে কেরাতবিশিষ্ট নামাযে আস্তে কেরাত পড়লে কী করবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + twelve =